॥ রোয়াংছড়ি প্রতিনিধি ॥
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা উৎসব আশ্বিনী পূর্ণিমা উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে ধর্মীয় নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (৩০ সেপ্টেম্বর) আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তাজমিন আলম তুলি সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রুমা ৯ বিজিবি অধিনায়ক ও কমান্ডার মো. রফিক, আরএমও ডাক্তার মো. নাফিজ আলম, রোয়াংছড়ি থানা এসআই মো. হামিদুল,আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আবুল বাসার, ১নং রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, ২নং তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মারমা, ৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, কৃষি অফিসে উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অংসাজাই মারমা প্রমুখ।
মতবিনিময় সভায় প্রথমে এলাকার আইনশৃংখলা বিষয়ে নির্বাহী অফিসার খোঁজ খবর নেন। এসময় উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধিদের কথা শুনে তিনি বলেন কোন অনুষ্ঠানে আইনশৃংখলা বাহিনী কিংবা পুলিশ, আনসার ও ভিডিপি প্রয়োজন হয়ে পড়লে জানাবেন। উৎসব যেন কোন সমস্যা না হয়। সে দিকে লক্ষ রেখে কাজ করতে হবে বলে পরামর্শে দেন। তিনি আরো বলেন, এবারের রোয়াংছড়ি উপজেলায় ৯৩টি বৌদ্ধ বিহারের জন্য ৫০০ কেজি করে সরকারি বরাদ্দ চাল বিতরণ করা হবে।