॥ কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই ॥
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাপ্তাইয়ে অবস্থিত ওয়াগ্গাছড়া বাগানের শ্রমিকদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) চা বাগান কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে চা শ্রমিকদের হাতে নতুন কাপড় তুলে দেন ওয়াগ্গাছড়া চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রশীদ কাদেরী।
এ সময় উপস্থিত ছিলেন, ওয়াগ্গাছড়া চা বাগানের পরিচালক খোরশেদুল আলশ কাদেরী, ফায়েজ কাদেরী, কাজী মোশাররফ হোসেন, মোঃ বাচ্চু মিয়া এবং চা থোয়াই মারমা। জানা গেছে প্রতিবছর শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ওয়াগ্গাছড়া চা বাগানের নারী ও পুরুষ শ্রমিকদের মাঝে বাগানের পক্ষ থেকে নতুন পোষাক বিতরণ করা হয়। সেই ধারাবাহিকতায় এবারও নতুন পোষাক বিতলণ করা হয়েছে।
শ্রমিকদের হাতে নতুন কাপড় তুলে দিয়ে আমিনুর রশিদ কাদেরী বলেন, বাগানের প্রত্যেক নারী শ্রমিকদের মাঝে নতুন শাড়ী এবং পুরুষ শ্রমিকদের জন্য নতুন লুঙ্গী বিতরণ করা হয়েছে। শারদীয় দুর্গা পূজার আগে নতুন পোষাক পেয়ে চা শ্রমিকরা সন্তোষ প্রকাশ করেন।