কচ্ছপিয়া থেকে মিয়ানমারে পাচার কালে স্কয়ার কোম্পানীর বিপুল ঔষধ-গাড়িসহ আটক-৩

21

॥ শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি ॥
নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী কক্সবাজারের রামুর কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া বাজার থেকে মিয়ানমারে পাচারকালে স্কয়ার কোম্পানীর বিপুল ঔষধ-গাড়িসহ ৩ জনকে আটক করে যৌথ বাহিনী।
তারা হলেন, মোঃ ছালামত উল্লাহ (২৫) পিতা নুরুল আলম, সাং-মৌলভীর কাটা কচ্ছপিয়া রামু কক্সবাজার, তরিকুল ইসলাম (৪৮) পিতা মোঃ ইয়াসিন, সাং-ধমরাই ঢাকা, মোঃ রিয়াজুল আলম,(৩৬) পিতা আহিদুল্লাহ সাং সুন্দলপুর কবির হাট নোয়াখালী। এসময় সিএনজি ড্রাইভার শহিদুল্লাহ নামের একজন পলিয়ে যায়।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান চালায় নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ও গর্জনিয়া ফাঁড়ী পুলিশ।
পুলিশ জানান, তারা গোয়েন্দা সুত্রে খবর পেয়ে রামুর গর্জনিয়া বাজারের পূর্ব পাশে শাহসুজা সড়কের গ্রামীন ব্যাংকের সামনে থেকে। এসময় তারা দেশের পরিচিত ঔষধ কোম্পানী স্কয়ার ফার্মাসিউটিক্যালস ঔষধ ও পিকআপসহ ১৩ লক্ষ ৫৩ হাজার ৮৮২ টাকার ঔষধ জব্দ করেছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহজাহান মুনির এ প্রতিবেদককে বলেন, এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। এছাড়া চোরাকারবারে সাথে যারা জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেয়া হবে।