থানচিতে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন

9

॥ থানচি প্রতিনিধি ॥
বান্দরবান থানচিতে অসহায় হতদরিদ্র ও জটির রোগীদের বিনামূল্যের ঔষধ ও চিকিৎসা সেবায় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দিনব্যাপী সাবাস্থ্য সেবা ক্যাম্পেইন পরিচালনা করেন বর্ডার গার্ড বাংলাদেশ এর বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর আয়োজন করা হয়।
বলিপাড়া ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ ইমামুল আজিমের সার্বিক তত্ত্বাবধানে বিজিবি আবাসিক চিকিৎসক মেজর মোহাম্মদ খোরশেদুল আলম মাসুদ, এএমসি দিন ব্যাপী রোগীদের যত্নসহকারে চিকিৎসা সেবা দান করেন।
থানচি উপজেলা সদরে অর্ধশতাধিক গ্রামে গরীব ও অসহায় নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধাসহ সর্বমোট ২০৫ জন (পুরুষ-৫৮, মহিলা-৮৫ এবং শিশু-৬২) সদস্য এ সেবা আওতায় আনা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি আগত রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, ঔষধ বিতরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়ক সামগ্রী প্রদান করা হয়েছে।
বলিপাড়া ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ ইমামুল আজিম বলেন, অত্র উপজেলা সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকাগুলো এখনও উন্নত চিকিৎসা সেবা হতে বঞ্চিত। এমন পরিস্থিতিতে নিয়মিতভাবে সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকাতেও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে।
গত ডিসেম্বর মাস থেকে এলাকার জনকল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এ ধরণের কল্যাণমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে সাংবাদিকদের জানানো হয়।