৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে ধানের র্শীষকে বিজয়ী করতে হবে-এ্যাডঃ মামুনুর রসিদ মামুন

30

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রসিদ মামুন বলেছেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের মানুষকে আত্মনির্ভরতার পথ দেখিয়েছিলেন। তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়নে যুগান্তকারী অবদান রেখেছেন।
আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার যে রূপরেখা দিয়েছেন, তা তরুণ প্রজন্মসহ প্রতিটি শ্রেণি-পেশার মানুষের মধ্যে আশার আলো জাগিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মুক্তি ও দেশের সার্বিক উন্নয়নের রূপরেখা। এই কর্মসূচি বাস্তবায়ন করতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। ধানের শীষই গণতন্ত্র, অধিকার ও মুক্তির প্রতীক।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর উপজেলা মডেল মসজিদ সম্মেলন কক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষে রাজস্থলী উপজেলার বিএনপি ও ইউনিযন ওয়ার্ড বিএনপির দলকে শক্তি শালী করার লক্ষে নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, গত ১৫ বছর দেশে উন্নয়নের নামে লুটপাট, দমননীতি ও গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। বিএনপির ৩১ দফা কর্মসূচি সেই অন্ধকার থেকে জাতিকে মুক্তি দিয়ে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তুলবে। নারী পুরুষ আজ আর ঘরে সীমাবদ্ধ নন, সকলে সমাজ ও রাষ্ট্র গঠনের অগ্রভাগে রয়েছেন। তাই সমাজকে ধানের শীষের বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই বিজয়ই হবে নতুন বাংলাদেশের ভিত্তি।
এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাকিল, যুগ্ন সম্পাদক দেবোজ্যাোতি চাকমা, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান, স্বেচ্ছা সেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সাধারণ সম্পাদক মঞো মারমা, সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, সিনিযর সহ সভাপতি আবুল হাসেম মেম্বার, সহ সভাপতি মুইথুইঅং মারমা, সগির আহাম্মদ, উপজেলা যুগ্ন সম্পাদক রফিক আহম্মদ, কেন্দ্রী স্বেচ্ছা সেবক দলের সহ সাধারণ সম্পাদক মুর্শেদ, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক নাছির উদ্দিন, যুবদলের সদস্য সচিব উজ্বল কান্তি তঞ্চঙ্গ্যা, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাইমুল ইসলাম রনি, স্বেচ্ছা সেবক দলের আহবায়ক মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কৃষক দলের আহবায়ক বিষু সাহা, সাধারণ সম্পাদক সুমন খান, ঘিলাছড়ি বিএনপির সভাপতি ভুবন মহন তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, গাইন্দ্যা ইউনিযন বিএনপির সভাপতি নুরুল আলম মেম্বার প্রমূখ। এছাড়া বাঙ্গালহালিয়া, গাইন্দ্যা, ঘিলাছড়ি ইউনিয়নের বিএনপির সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।