॥ নিজস্ব প্রতিবেদক ॥
বিশ্ব পর্যটন দিবসে পর্যটন ব্যক্তিত্ব হিসেবে সম্মাননা পেয়েছেন সাংবাদিক ইয়াছিন রানা সোহেল। এছাড়াও আরো এক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই সম্মাননা দেয়া হয়।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবসে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ থেকে এই সম্মাননা দেয়া হয়। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা পরিষদ। সকালে ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এরপর বর্ণাঢ্য র্যালি শেষে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মুল প্রবন্ধ উপস্থাপন করেন এবছর ট্যুরিজম মিডিয়া ফেলোশিপ সম্মাননা প্রাপ্ত সাংবাদিক ইয়াছিন রানা সোহেল।
জেলা পরিষদের এনেক্স ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অতুল প্রসাদ দেওয়ান। জেলা পরিষদ সদস্য মোঃ হাবীব আজমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি সদর সেনা জোনের বিদায়ী জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ জুনাইদ উদ্দিন শাহ চৌধুরী, নবাগত জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ একরামুল রাহাত, ট্যুরিস্ট পুলিশ রাঙ্গামাটি রিজিয়নের পুলিশ সুপার খায়রুল আমিন, রাখেন প্রবীন শিক্ষাবিদ নীরুপা দেওয়ান, রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নাইপ্রু মারমা, বৈশালী চাকমা। স্বাগত বক্তব্য রাখেন, রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা।
আলোচনা সভা শেষে পর্যটন ব্যক্তিত্ব হিসেবে ট্যুর গাইড রূপের রানী রাঙ্গামাটির লেখক ইয়াছিন রানা সোহেল, সেরা রিসোর্টে রাঙ্গাদ্বীপ ও সেরা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আল আমিন সাজিদকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও মাসব্যাপী ট্যুর গাইড প্রশিক্ষণে অংশ নেয়া প্রশিক্ষণার্থী ও ম্যারাথন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেয়া হয়।
উল্লেখ্য, ইয়াছিন রানা সোহেল ২০১২ সালে তিন পার্বত্য জেলার প্রথম সচিত্র ট্যুর গাইড রূপের রানী প্রকাশ করেন। তিনি সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়া পর্যটন শিল্পের সমস্যা, সম্ভাবনা তুলে ধরেন। চলতি বছর তিনি বাংলাদেশ ট্যুরিজম বোর্ড প্রদত্ত ট্যুরিজম মিডিয়া ফেলোশিপ সম্মাননা লাভ করেন।