॥ দীঘিনালা প্রতিনিধি ॥
খাগড়াছড়ি দীঘিনালায় গতবছর দীঘিনালা-খাগড়াছড়ি-রাঙ্গামাটিতে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
শুক্রবার(১৯সেপ্টম্বর) সকালে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ দীঘিনালা শাখার আয়োজনে দীঘিনালা ইউনিয়নের বাঘেইছড়ি দুঅর আনন্দ বাজার এলাকায় গত বছর ১৯-২০ সেপ্টম্বর দীঘিনালা-খাগড়াছড়ি-রাঙ্গামাটি জুনান-রুবেল-ধর রঞ্জন ও অনীক চাকমা খুনীতের গ্রেফতার এবং ক্ষতিগ্রস্থ পরিবারবর্গের ক্ষতিপুরণ প্রদানের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
রিটেন চাকমা সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্রী আর্দশী চাকমা অবসর প্রাপ্ত শিক্ষক ও চাঙমা সাংস্কৃতিক গোষ্ঠির পরিচালনক আনন্দ মোহন চাকমা, দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক দীপু লাক্ষ্য চাকমা, নারী সংঘের সভাপতি মিতালী চাকমা প্রমূখ।
সমাবেশে বক্তরা বলেন, এক বছর পেরিয়ে গেলেও আজও তদন্ত রিপোর্ট ড. ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার প্রকাশ করেনি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ন্যূনতম ক্ষতিপূরণও পায়নি। ড. ইউনুসের কর্তব্য ছিল ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো, দোষীদের বিচারের আওতায় আনা, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। জুলাই ছাত্র-গণঅভ্যুত্থানে অংশ নিয়েও আমাদের কী লাভ হলো? ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করে আমরা তো নতুন কাউকে ফ্যাসিস্ট হিসেবে দেখতে চাই না। আমরা চাই বৈষম্যহীন শান্তি, ন্যায় বিচার, ন্যায্য অধিকার এবং দেশের নাগরিক হিসেবে মর্যাদার সাথে বাঁচার নিশ্চয়তা।