॥ নিজস্ব প্রতিবেদক ॥
ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে পি’আর পদ্ধতিতে নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা এবং গণহত্যাকারীদের বিচার দাবিতে এক সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে পৌরসভা চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ জসিম উদ্দীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ ইমাম হোসাইন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী।
বক্তারা বলেন, দেশে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য পি’আর পদ্ধতি বাস্তবায়ন অপরিহার্য। একইসাথে রাষ্ট্রের মৌলিক সংস্কার, জুলাই সনদের আইনগত স্বীকৃতি এবং অতীতের গণহত্যাকারীদের বিচারের মাধ্যমে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।
আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব এনামুল হক মৃধা, সহ একে এম ইসরাইল, সেক্রেটারী মাওলানা ওমর ফারুক, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা সভাপতি মুহাম্মাদ দিদার,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা সভাপতি মুহাম্মাদ বেলাল হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা সভাপতি মুহাম্মাদ হোসাইন মল্লিক সহ প্রমূখ নেতৃবৃন্দ।