পাহাড়ের সবচাইতে বড় লংগদুর মাইনীমুখ বাজারে ভয়াবহ আগুন

22

॥ মো. গোলামুর রহমান, লংগদু ॥
রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনীমুখ বাজারে ভয়াবহ আগুনের সুত্রপাত ঘটেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টায় লঞ্চ ঘাট হোটেল থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কি ভাবে আগুন লেগেছে এখনো এই সম্পর্কে জানা যায়নি।
খবর পেয়ে সাথে সাথে লংগদু জোনের সেনা সদস্যরা বাজরে এসে পরিস্থিতি স্বাভাবিক করেন। ইতিমধ্যেই লংগদু ফয়ার সার্ভিস এবং লংগদু জোনের সেনাবাহিনীর একটি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করে আগুন নিয়ন্ত্রণে নেয়।
এপর্যন্ত দুটি হোটেল দুটি কুলিং কর্ণার এবং একটি মুদি মালের দোকান ও পেছনে থাকা বাসা বাড়ি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ক্ষতির পরিমাণ এখনো সঠিক ভাবে বলা যাচ্ছেনা। পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসলে ফায়ার সার্ভিসের পক্ষ হতে ক্ষতির পরিমাণ জানানো হবে। বাজার ব্যবসায়ী এবং স্থানীয়দের মতে অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
লংগদু ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সূর্য আলো চাকমা জানান, কয়েক ঘন্টার চেষ্টার পর সম্পূর্ণ ভাবে আগুন নিভানো কাজ শেষ হয়েছে। আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করতে পারেনি। তবে শীঘ্রই ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে।