রাজস্থলীতে টাইফয়েড টিকাদান কর্মসূচি সফলে মতবিনিময় সভা

13

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
টাইফয়েড টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষে রাজস্থলী উপজেলার হেডম্যান, কার্বারী সুশীল সমাজ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন মনমোহন চাকমা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. নওশাদ খান।
সভায় বক্তব্য রাখেন রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খান, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, হেডম্যান প্রতিনিধি ও সাংবাদিক চাথোয়াইমং মারমা প্রমুখ।
সভায় জানানো হয়, শিশুদের টিকাদানের আওতায় আনার লক্ষে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে।
সভায় বক্তারা বলেন, টাইফয়েড একটি মারাত্মক সংক্রামক ব্যাধি, যা বিশেষ করে শিশুদের জন্য জীবনঘাতী হতে পারে। সেজন্য টিকাদান কর্মসূচি সময়মতো ও সঠিকভাবে বাস্তবায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মসূচিকে সফল করতে সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন বলেও বক্তারা মত প্রকাশ করেন।