ফ্যাসিস্ট সরকার দেশকে পঙ্গু করে দিয়েছে-ওয়াদুদ ভূঁইয়া

32

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে খাগড়াছড়িতে। শোভাযাত্রা, শহীদ জিয়ার স্মৃতি ভাস্কর্যে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে আলোচনা করে সংগঠনটি।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি সরকারি কলেজ গেইট থেকে নানা ফেস্টুন, ব্যানার নিয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে টাউন হলে গিয়ে বেলুন উড়িয়ে আলোচনা সভায় মিলিত হয়।
খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাগরের সভাপতিত্বে সদস্য সচিব নুর মোহাম্মদ হৃদয়ের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ওয়াদুদ ভূঁইয়া।
ফ্যাসিস্ট সরকার দেশকে পঙ্গু করে দিয়েছে মন্তব্য করে প্রধান অতিথি ওয়াদুদ ভূঁইয়া বলেন, জনগণের সাথে সু-সস্পর্কের মধ্যদিয়ে জনগণের ভোটে বিএনপি জয়লাভ করতে হবে। তাই জনগণের ভোটের মধ্যদিয়ে বিএনপি সরকার গঠন করতে হবে।
বক্তারা বলেন, দুর্যোগকালীন দেশের মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এটি বিএনপির একটি সহযোগী সংগঠন।
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত থাকার থাকার আহবান জানান। জেলার সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার বার্তা দিচ্ছেন। আমাদের প্রিয় লিডার জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়া হাতকে শক্তিশালী করার জন্য স্বেচ্ছাসেবক দল সাংগঠনিকভাবে এরই মধ্যে একটা শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। সে কারণে গত সতেরটি বছর হামলা-মামলা, হত্যা, খুন উপেক্ষা করে আওয়ামী ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছে খাগড়াছড়ি স্বেচ্ছাসেবক দল।
এদিকে সংগঠনকে প্রস্তুত করার পাশাপাশি স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
গুপ্ত বাহিনী সারাদেশ ষড়যন্ত্রের জাল তৈরি করছে। তারা তারেক রহমানসহ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে। তারাই অদৃশ্য শক্তিকে নিয়ে ফায়দা লুটতে দেশকে অস্থিতিশীল চেষ্টা রুখে দেয়া হবে বলে হুশিয়ারি জানিয়ে জনগণকে বোকা বানিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করা যাবেনা বলে জানান।
খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরাম হোসেন রানার স্বাগত বক্তব্য’র মধ্য দিযে এতে প্রধান বক্তা ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এমএন আবছার। বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এড. আ: মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, আ: রব রাজা, খাগড়াছড়ি জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক নজরুল ইসলাম, খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহেদুল ইসলাম সুমন, বর্তমান খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আনিসুল আলম আনিক, সাংগঠনিক সম্পাদক বাপ্পি দাশ,দপ্তর সম্পাদক মোঃ রফিকসহ নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।