বান্দরবানে রিক্সা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ

199

বান্দরবানঃ-বান্দরবানে রিক্সা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে বান্দরবানের রাজার মাঠ সংলগ্ন যাত্রী ছাউনি থেকে মোঃ জাকির হোসেন (৫০) নামে এক রিক্সা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মোঃ জাকির হোসেন (৫০) কে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী জানান, লাশের খবর পেয়ে পুলিশ রাজার মাঠ সংলগ্ন যাত্রী ছাউনি থেকে লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে লাশ রাখা হয়েছে। লাশের পরিবারের সদস্যরা উপস্থিত হলে লাশ হস্তান্তর করা হবে। তিনি আরো জানান, মোঃ জাকির হোসেন (৫০) কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং এলাকার সিকদার পাড়ার মৃত লেচু মিয়ার পুত্র বলে জানা গেছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।