মাটিরাঙ্গাঃ-খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অগ্নিকান্ডে পুড়ে যাওয়া নতুনপাড়া কেরাতুল কোরআন কারিমিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা পরিদর্শন করেছেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থীবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
অগ্নিকান্ডের ঘটনা জানার পরপর বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তিনি ছুটে যান ক্ষতিগ্রস্থ মাদরাসা ও এতিমখানায়।
পরিদর্শনকালে অগ্নিকান্ডের ঘটনায় সমবেদনা জানিয়ে তিনি মাদরাসা ও এতিমখানার শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন। কুজেন্দ্র লাল ত্রিপুরা শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষাজীবনে ফিরিয়ে আনতে প্রতিষ্ঠানের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জহির উদ্দিন ফিরোজ ও মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে মাটিরাঙ্গা উপজেলা সদরের নতুনপাড়া কেরাতুল কোরআন কারিমিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় অগ্নিকান্ডে মাদরাসার আবাসিক ভবন পুড়ে যায়। আকস্মিক অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যায় ছাত্রদের বই-খাতা, কাপড়-চোপড়, বেডিং, ট্রাংক ও আসবাবপত্রসহ সব কিছু।
তবে ঘটনার সময় শিক্ষার্থীরা মসজিদে আসরের নামাজরত থাকায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ইউনিটের স্টেশন অফিসার মো. সাদেকুর রহমান।