খাগড়াছড়িতে স্বেচ্ছাশ্রমে কবরস্থান পরিষ্কার করলো পৌর যুবদল

3

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি শহরে ট্র্যাফিক ব্যবস্থাপনা ও শহর পরিচ্ছন্নতার পর এবার স্বেচ্ছাশ্রমে খাগড়াছড়ির জেলা সদরের কুমিল্লা টিলা ও খেজুর বাগান কবরস্থানের জঙ্গল পরিস্তার করেছে পৌর যুবদলের নেতাকর্মীরা।
বুধবার (২ জুন) সকাল থেকে পৌর যুবদলের শতাধিক নেতাকর্মীরা সক্রিয়ভাবে এ কর্মসূচিতে নেন।
এসময় নেতাকর্মীদের উৎসাহ দিতে খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি-মাহবুব আলম সবুজ, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াসিম, পৌর যুবদলের সভাপতি আবদুল মান্নান, সাধারণ সম্পাদক মোঃ মফিজ, হেলাল, সামছুল আলমসহ যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত হন। স্বেচ্ছাশ্রমে কাজ করতে বেশ কয়েক জন ভিমরুলের কামড়ের শিকার হন।
খাগড়াছড়ি পৌর যুবদলের সভাপতি আব্দুল মান্নান বলেন, ওয়াদুদ ভূইয়া’র নির্দেশনায় পৌর যুবদলের নেতাকর্মীরা কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্ন, ট্র্যাফিক ব্যবস্থাপনা ও পরিচ্ছন্ন শহর গড়ার লক্ষ্যে কাজ করছে।