॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়িতে ট্রেনিংরত অবস্থায় পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) মোঃ মোতালেব হোসেনের (৩১) মৃত্যু হয়েছে। বুধবার (২ জুলাই) সকাল ৬টার দিকে খাগড়াছড়ি এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টারে (এএসটিসি) এই ঘটনা ঘটে।
খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে খাগড়াছড়ি বিশেষায়িত ট্রেনিং সেন্টারে (এএসটিসি) সেকশন লিডার কোর্স (এসএলসি) এর ট্রেনিংরত এএসআই (সঃ) মোঃ মোতালেব হোসেন পিটিতে অংশগ্রহণ করে অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জানা গেছে, ময়মনসিংহ শিল্প পুলিশে কর্মরত মোঃ মোতালেব হোসেন ৬ সপ্তাহের সেকশন লিডার কোর্সে (এসএলসি) অংশ নিতে খাগড়াছড়ি বিশেষায়িত ট্রেনিং সেন্টারে (এএসটিসি) এসেছিলেন।