॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় খাগড়াছড়িতে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ বাছিরুল আলম।
বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুক্তা চাকমা, উপসহকারী কৃষি কর্মকর্তা নিতি ভুষন চাকমা, কৃষক কামাল উদ্দিন ও জুয়েল চাকমা।
সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো: রাব্বি হাসান’র পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সুদৃষ্টি চাকমা ও সদর উপজেলা সমবায় অফিসার মো: জহির উদ্দিন।
বক্তারা বলেন পার্টনার হচ্ছে প্রতিষ্ঠান ছাড়া স্কুল। কৃষকের উঠানেই কৃষকদের নিয়ে পরিচালিত হয় এই স্কুল। স্কুলের পাঠদান শেষ হলে এই স্কুল কৃষক সেবা কেন্দ্র পরিনত হবে। তারা আরো জানান, খোরপোষ কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রুপান্তরের মাধ্যমে দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণই পার্টনার এর উদ্দেশ্য।