॥ থানচি প্রতিনিধি ॥
পাহাড়ে জুমের ফসল বাঁচাতে ঘাঁষ পরিস্কারে ব্যস্ত সময়ে ছেলে-মেয়ের লেখাপড়া খরচ চালাতে হিমশিম খাচ্ছিলাম। বাইরে কাজ করতে না পারায় আয় রোজগার নেই সেই সময় আমাদের ইউনিয়নের চেয়ারম্যান অংপ্রু ম্রো এর ফোনে কল পেয়েছি পার্বত্য মন্ত্রনালয়ের উপদেষ্টা উপহার হিসেবে ২৯ কেজি (ভিজিএফ) চাউল নিয়ে যেতে বললেন। আমাদের খরার সময়ে সরকার ত্রাণের চাল দিয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা আমাদের কষ্টের কথা জানেন, খোঁজ খবর রাখেন। উপদেষ্টা মহোদয়কে প্রাণ ভরে দোয়া করি তিনি যেন দীর্ঘায়ু কামনা করে বলেছিলেন বান্দরবানে থানচি সদর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডে প্রাতা পাড়া বাসিন্দা জুমচাষী পারকেল বম (৫৬)।
সোমবার (৩০ জুন) সকালে থানচি সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণের ২৯ কেজি চাউল এসে ছিলেন তিনি। একই ইউনিয়নের ৭নং ওয়ার্পাডে নিয়াউ পাড়া বাসিন্দা বিধবা ক্লানৎিল ম্রো (৭২), অনারাম ত্রিপুরা (৬২) কোঅং খুমী (৬০) সহ অনেকে সাড়ে ৩ শতাধিক নর-নারী উপহারের চাউল নিতে এসেছিলেন।
থানচি সদর ইউনিয়নের চেয়ারম্যান অংপ্রু ম্রো বলেন, দুর্গম ও সীমান্তে বসবাসরত মারমা, ম্রো, ত্রিপুরা, বম, লুসাই ও খুমী জনগোষ্ঠী মধ্যে ১৪৯ পরিবার ১০ কেজি ও ১৮৯ পরিবার ২৯ কেজি করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা সু-প্রদীপ চাকমার উপহার হিসেবে চলতি জুন মাসের বরাদ্ধ পেয়েছিলাম আজকের বিতরণ কার্যক্রম শুরু করি।
সোমবার (৩০ জুন) সকালে থানচি সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনের মোট ৩৩৮ পরিবারকে উপহারের (ভিজিএফ) চাউল বিতরণ করা হয়েছে।
সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনের চাউল বিতরণের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্রো, উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার প্রশাসনের কর্তৃক নিয়োগপ্রাপ্ত ট্যাগ করামকর্তা আমীর হোসেন, প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, সদর ইউপির সংরক্ষিত সদস্য হ্রাহ্রায়ি মারমা, নুচিংপ্রু মারমা, মেম্বার ডেভিড ত্রিপুরা, ইউপি সচীব চমংউ মারমাসহ অন্যান্যরা।