॥ থানচি প্রতিনিধি ॥
বান্দরবানের থানচি উপজেলার সদর ইউনিয়নের শুক্রবারের অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত তিন ম্রো জনগোষ্ঠি পরিবার পেল ঢেউ টিন ২বান, ৬ হাজার টাকা করে চেক, ৩০ কেজি চাউলের স্থানীয় খাদ্য গুদাম হতে উক্তোলনের ডেলিভারী আদেশ (ডিও লেটার) হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল।
রবিবার (২৯ জুন) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনের নতুন ঘর নির্মানের অনুসাঙ্গিক মালামাল তুলে দেয়ার হয়। গেল শুক্রবার দুপুরের সৌলার প্যানেল বেটারী বিস্ফোরনের এক ভয়াবহ অগ্নিকান্ডের থানচি সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডে দনরয় ম্রো পাড়া রেংরুম ম্রো ৪৫, মাংলে ম্রো ৪৪, ও ক্রংতোয়া ম্রো ৫০, ৩টি বসত ঘর (মাচাং ঘর) পুরে সম্পুর্ন ভূষিভুক্ত হয়। অগ্নিকান্ডে ঘরের থাকার ধান, চাল, কাপর-চোপর, ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন, ছেলে মেয়েদের বই, খাতা, কলমসহ সম্পুর্ন পুরে ছাই হয়ে যায়।
থানচি সদর ইউনিয়নের চেয়ারম্যান অংপ্রু ম্রো উপজেলা প্রশাসনিক কর্মকর্তাকে অভিহিত করেন এবং গণমধ্যমে সংবাদ প্রকাশিত হলে উপজেলা প্রশাসন এ ব্যবস্থা গ্রহন করা হয়।
দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরে অর্থায়নের ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে ২ বান করে ঢেউ টিন, ৩০ কেজি চাউল ও ৬ হাজার টাকা চেক বিতরণ করা হয়।
এ সময় দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মসফিকুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিত দাশ গুপ্ত, থানচি সদর ইউনিয়নের চেয়ারম্যান অংপ্রু ম্রো উপস্থিত ছিলেন।