আলীকদমে মাতামুহুরী রিজার্ভে সৃজিত বাগান কেটে ফেলার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে

9

॥ হাসান মাহমুদ, আলীকদম ॥
বান্দরবানে আলীকদম উপজেলায় ম্রো জনগোষ্ঠীর সৃজিত কলাবাগান কেটে ফেলার অভিযোগ উঠেছে বন বিভাগের বিরুদ্ধে। উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কইয়া ঝিরি মেনথক ম্রো পাড়া ও কাইংওয়াই ম্রো পাড়া এলাকার চারটি কলা বাগানের প্রায় ১২’শ কলামুড়া কেটে ফেলা হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, গত ২১ জুন ২০২৫ তারিখে লামা বন বিভাগের অধীন মাতামুহুরী রেঞ্জের কর্মকর্তা ও বন প্রহরীদের একটি দল কোনো প্রকার নোটিশ কিংবা আলোচনা ছাড়াই এসব ফলজ গাছ কেটে ফেলে। পরে ওই জমিতে বনবিভাগ বিভিন্ন প্রজাতির বনজ চারা রোপণ করে যায়।
সরজমিনে গিয়ে দেখা যায়, ক্ষতিপ্রস্থ মেনথক ও কাইংওয়াই ম্রো পাড়ার বাসিন্দা ইয়াং বো ম্রো, রেংথাং ম্রো, ডিং ওয়াই ম্রোয়ের আনুমানিক ছয় একর জায়গা জুড়ে প্রায় ১হাজার ২০০টি কলাগাছ ও ৪টি উচ্চফলনশীল পেঁপে গাছ কেটে ফেলেছেন বন বিভাগের সদস্যরা। কলাবাগান কেটে কড়ই, গামারি ও কৃষ্ণ চূড়ার গাছ রোপণ করে বনবিভাগের সদস্যরা।
ক্ষতিগ্রস্থ ডিং ওয়াই ম্রো বলেন, “এখানে আমরা পূর্ব পুরুষ ধরে বসবাস ও জুমচাষ করে আসছি। দুই বছর আগে আমরা চার পরিবার মিলে এখানে প্রায় ১৪৫০ মতো কলাগাছ রোপণ করি। বন বিভাগ আমাদেরকে কোনো প্রকার নোটিশ না দিয়েই বাগানটি সম্পুর্ণ কেটে ফেলে।
জানতে চাইলে মাতামুহুরী রেঞ্জ কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন বলেন, চলতি অর্থ বছরে (২০২৪-২৫) মাতামুহুরী রেঞ্জে সামাজিক বনায়নের কাজ চলমান আছে। সামাজিক বনায়নের জন্য আমরা জঙ্গল পরিষ্কার করছি এবং বিবিধ প্রজাতীর গাছ রোপন করছি। তবে বৃজিত কলা বাগান কেটে ফেলার বিষয়ে এখনো পর্যন্ত আমাদের কাছে কোন অভিযোগ আসেনি।