॥ থানচি প্রতিনিধি ॥
বান্দরবানের থানচি উপজেলার সদর ইউনিয়নের দনরয় ম্রো পাড়া ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি মাঁচান ঘর পুরে ছাই।
শুক্রবার (২৭ জুন) দুপুরে সৌলার প্যানেল ব্যাটারী বিস্ফোরন হয়ে অগ্নিকান্ড সূত্রপাঠ হয়েছে বলে ওয়ার্ড মেম্বার ডেভিট ত্রিপুরা এ তথ্য নিশ্চিত করেছেন। দনরয় ম্রো পাড়া রারুম ম্রো কারবারী বলেন, জনবল বেশী থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে স্বক্ষম হয়েছে। আমাদের গ্রামে মোট ২৫ পরিবারের মধ্যে রেংরুম ম্রো (৪৫), মাংলে ম্রো (৪৪) ও ক্রংতোয়া ম্রো (৫০), ৩টি বসত মাচাং ঘর পুরে ছাই হয়েছে।
ওয়ার্ডের মহিলা মেম্বার হ্লাহ্লায়ি মারমা জানান, ঘরের থাকার ধান, চাল, কাপর-চোপর, ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন, ছেলে মেয়েদের বই, খাতা, কলমসহ অনুমানিক মালামালসহ ৯ লক্ষাধিক টাকার পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে।
থানচি সদর ইউনিয়নের চেয়ারম্যান অংপ্রু ম্রো বলেন, অগ্নিকান্ডে ঘটনা ওয়ার্ড মেম্বার ডেভিট ত্রিপুরা মাধ্যমে জানতে পেরেছি। তবে যোগাযোগ ব্যবস্থা না থাকায় (ফায়ার ডিফেন্স) অগ্নি নির্বাপন গাড়ি চলাচল করতে পারে না। সৌলার প্যানেলের বেটারী ব্যবহারের অসতর্ক কারনে এ অগ্নিকান্ড ঘটনা ঘটেছে। আমি মুঠোফোনে উপজেলা প্রশাসনকে জানিয়ে দিয়েছি। দুর্গম গ্রামে যোগাযোগের সড়ক না থাকায় ফায়ার ডিফেন্স যাওয়া সম্ভব নয় বলে জানান, উপজেলা ফায়ার স্টেশনের কর্মকর্তা রহিদুল রহমান মৃদা।