নাইক্ষ্যংছড়ির সীমান্তে ৯০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক

23

॥ শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির রেজুআমতলী সীমান্তে অভিযান চালিয়ে ৯০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে রেজুআমতলী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার হাজমপাড়ায় এ অভিযান চালানো হয়।
বিজিবির তথ্যে জানা যায়, মিয়ানমার থেকে বড় একটি মাদকের চালান রেজুআমতলী সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকতে পারে। সেই তথ্যের ভিত্তিতে দুপুর দেড়টার দিকে বিজিবির একটি বিশেষ টহলদল ওই এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর দুইজন নারী একটি ব্যাগ হাতে করে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে টহলরত বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। পালানোর চেষ্টা করলেও দুইজনকে ঘটনাস্থলেই আটক করা হয়।
আটক নারীরা হলেন, গোলজাহার বেগম (৩৩), স্বামী মৃত খাইরুল বাশার, ও কুলছুমা (২৯), স্বামী কামাল হোসেন। তারা উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-সি’র বাসিন্দা। তাদের বহন করা ব্যাগ তল্লাশি করে বিজিবি সদস্যরা ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাদের থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির প্রতিটি টহল দল সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।