॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
সারাদেশেরমত পার্বত্য জেলা বান্দরবানেও শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে শুরু হওয়া এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় বান্দরবান জেলার ৭টি উপজেলার ১২টি কেন্দ্রে ৪ হাজার ২ শত ১৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।
সকালে বান্দরবান সদরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি ও পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।
এদিকে এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষ্যে বিভিন্ন কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আর মূল ফটকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্বে নিয়োজিত রয়েছে। এছাড়া কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষা চলাকালীন আইনশৃঙ্খলার স্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে।