রামগড়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

4

॥ রামগড় প্রতিনিধি ॥
খাগড়াছড়ির রামগড়ে ২০২৪ -২০২৫ অর্থবছরে খরিফ-২/২০২২৫-২০২৬ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রোপা আমন (উফশী) ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৫৬০ জন কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্প্রতিবার (২৬ জুন) বিকালে উপজেলা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্ত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুমন মিয়ার সভাপতিত্ব ও সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. লুৎফুল করিম মজুমদারের সঞ্চালনায় বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম।
এসময় কৃষি উপকরণ বিতরণে আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাকলাইন, উপজেলা উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ডিপ্লোমা কৃষিবিদ মোঃ সানাউল হক, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ কামাল উদ্দীনসহ কৃষি অফিসের পদস্থ কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
এসময় কৃষক প্রতি বীজ পরিমাণ ৫ কেজি, জাত উফসি ধান, রাসায়নিক সার ডিএমপি-১০ কেজি, এমওপি ১০ কেজি বিতরণ করা হয়।