॥ রামগড় প্রতিনিধি ॥
খাগড়াছড়ির রামগড় পাতাছড়া ইউনিয়ন এর মাহবুবনগর এলাকায় শান্তি পরিবহনের একটি নৈশকোচ রাস্তার পাশে খাদে পড়ে অন্তত ৯ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৩ জুন) রাত সাড়ে ১১টায় শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৪-৭২৯৬) রাজধানীর যাত্রাবাড়ি থেকে ১০/১২ জন যাত্রী নিয়ে খাগড়াছড়ির উদ্দেশে ছেড়ে আসে। বাসটি মঙ্গলবার (২৪ জুন) ভোরে রামগড়ের মাহবুবনগর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করেন। আহতদের মধ্যে গুরুতর আহত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের স্থানীয় জালিয়াপাড়া বিজিবি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শান্তি পরিবহনের এক অফিস কর্মকর্তা বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে।আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় উদ্ধার কার্যক্রম চলছে।’
রামগড় ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা বিশান্তর বড়ুয়া বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে ড্রাইভার ও হেলপারকে খুঁজে পাইনি। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি।’
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দীন বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে, বাসটি উদ্ধার প্রক্রিয়াও চলমান।’