সুশিক্ষা গ্রহণ করে সু-নাগরিক হিসেবে নিজেকে গড়তে তুলতে হবে-ওয়াদুদ ভূইয়া

7

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া বলেছেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। সুশিক্ষা গ্রহণ করে সু-নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলবে। শিক্ষা জীবন শেষ করে তারা দেশের নেতৃত্ব দেবে। ওয়াদুদ ভূইয়া অভিযোগ করেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতা দীর্ঘায়িত করতে ছাত্রলীগের হাতে বই-কলমের পরিবর্তে অস্ত্র তুলে দিয়েছিল। আর ফ্যাসিস্ট শেখ হাসিনার ছাত্রলীগ শিক্ষা প্রতিষ্ঠানসহ সারাদেশে যৌন হয়রানিসহ চাঁদাবাজি, ছিনতাই, টেন্ডারবাজিসহ নানা অপকর্মে জড়িয়ে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল।
তিনি বলেন, শিক্ষার্থীদের দেশের সঠিক ইতিহাস জানতে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়ার ও দেশের প্রথম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনী সম্পর্কে জানার আহ্বান জানান।
তিনি বুধবার (১৮ জুন) সন্ধ্যায় জেলা ছাত্রদলের উদ্যোগে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম জাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম অ্যাডভোকেট মালেক মিন্টু, অনিমেষ চাকমা রিংকু, জেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক শাহেদুল হোসেন সুমন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল আলম জাহিদ, সাবেক সিনিয়র সহ সভাপতি নুরশাহ হোসেন বাপ্পি মজুমদার, সহ-সভাপতি উজ্জ্বল কান্তি দে, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আনিসুল আলম আনিক, সাংগঠনিক সম্পাদক বাপ্পি দাশ, সিনিয়র যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক মো: রফিক, প্রচার সম্পাদক জাকির হোসেন জিকুসহ ছাত্রদল নেতাকর্মী ও পাহাড়ি-বাঙ্গালী সাধারণ শিক্ষার্থীরা।