এই প্রশিক্ষণ শুধুই শেখার নয় বরং এটি হবে নারীর ক্ষমতায়নের এক কার্যকর হাতিয়ার-এ এইচ এম মেহেদী হাসান

18

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
নারীর ক্ষমতায়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে খাগড়াছড়িতে শুরু হয়েছে ১০ দিনব্যাপী এক ব্যতিক্রমী ও যুগোপযোগী প্রশিক্ষণ কার্যক্রম। মঙ্গলবার (১৭ জুন) থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে সদর উপজেলার অডিটরিয়ামে আয়োজিত এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন পার্বত্য এলাকার বিভিন্ন জাতিসত্তার ৬৪ জন তরুণী।
সম্পূর্ণ নতুন সিলেবাস ও আধুনিক প্রশিক্ষণ কৌশলে সাজানো হয়েছে এই মৌলিক প্রশিক্ষণ। অংশগ্রহণকারীরা শিখছেন নেতৃত্ব বিকাশ, আত্মনির্ভরশীলতা, দক্ষতা উন্নয়ন ও সামাজিক সচেতনতা—যা তাদের ভবিষ্যৎ জীবনযাত্রা এবং পার্বত্য সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে।
জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান সভাপতিত্বে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, গুইমারা আনসার ব্যাটালিয়নের পরিচালক এ এইচ এম মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকেয়া পারভীন, প্রশিক্ষকগণ ও বিভিন্ন ইউনিয়নের দলনেতা-দলনেত্রীরা।
এই প্রশিক্ষণ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মেহেদী হাসান বলেন, প্রান্তিক ও বিভিন্ন জাতিগোষ্ঠীর উন্নয়নে বাংলাদেশ আনসার ও ভিডিপি নিরলসভাবে কাজ করছে। এই প্রশিক্ষণ শুধুই শেখার নয়, বরং এটি হবে নারীর ক্ষমতায়নের এক কার্যকর হাতিয়ার।
জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান বলেন, পার্বত্য অঞ্চলের শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভিডিপি সদস্যদের ভূমিকা অপরিসীম। এই প্রশিক্ষণ তরুণীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে, যা ভবিষ্যতে সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই উদ্যোগকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন সবাই। কারণ, এটি শুধু একটি প্রশিক্ষণ নয়—বরং একটি দৃষ্টিভঙ্গির পরিবর্তনের সূচনা। এটি পাহাড়ি সমাজে নারীদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে।
এই প্রশিক্ষণের মাধ্যমে পাহাড়ি তরুণীরা আরও আত্মবিশ্বাসী, সচেতন ও কার্যকর সমাজনেত্রীতে রূপান্তরিত হবেন-এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।