রাঙ্গামাটিতে দুস্থ ও অসহায়দের মাঝে রেড ক্রিসেন্টের কোরবানির মাংস বিতরণ

22

॥ নিজস্ব প্রতিবেদক॥
পবিত্র “ঈদ উল আজহা” উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও কাতার রেড ক্রিসেন্টের সহযোগিতায় রাঙ্গামাটিতে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।
সোমবার (৯ জুন) সকালে রাঙ্গামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে প্রায় ১০০ অসহায় পরিবারের মাঝে দেড় কেজি করে এই কোরবানির মাংস বিতরণ করা হয়।
কোরবানির মাংস বিতরণের সময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস প্রেসিডেন্ট এস এম শফিউল আজম, সেক্রেটারি সাইফুল ইসলাম শাকিল, সদস্য নুর জাহান বেগম পারুল, সদস্য মনোয়ারা বেগম ও সদস্য মো: আহাদ এবং অফিস সহকারী বনিক রাসেল ও রেড ক্রিসেন্টের প্রশাসন সংগঠন ও নিয়োগ বিভাগের উপ-প্রধান দেলোয়ার হোসেন তানভীর ও যুব স্বেচ্ছাসেবক বৃন্দরা।
রাঙ্গামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি সাইফুল শাকিল বলেন, রেড ক্রস রেড ক্রিসেন্ট একটি আন্তর্জাতিক মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন। আর এর প্রধান কাজ হচ্ছে মানুষের সেবা করা। যে কোনো দুর্যোগে রেড ক্রিসেন্টের যুব স্বেচ্ছাসেবক কাজ করে প্রশাসনের সহযোগী হিসেবে। এছাড়া স্কুল কলেজে আমাদের যুব স্বেচ্ছাসেবকগণসহ শিক্ষার কার্যকম পরিচালনা ও ট্রেনিং দিয়ে আসছে। আমরা নতুন অ্যাডহক কমিটির দায়িত্ব নিয়েছি গত এক মাস হচ্ছে। ভবিষ্যৎতে রাঙ্গামাটি রেড ক্রিসেন্টের কার্যক্রম কিভাবে আরো গতিশীল করা যায় সেটা নিয়ে কাজ করে যাবো।