রোয়াংছড়িতে উন্নত জাতের আনারসের চারা বিতরণ

7

॥ রোয়াংছড়ি প্রতিনিধি ॥
বান্দরবানের রোয়াংছড়িতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাস্তবায়নে ২০২৪-২৫ অর্থবছরে উন্নত জাতের আনারসের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় ১৫জন ২২৫০টি করে কৃষকের মাঝে বিনামূল্যে ফিলিপাইনের জাতের আনারসের চারা বিতরণ করা হয়।
মঙ্গলবার (৩ জুন) চারা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন, ১নং রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, ৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. এহসানুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাপন সরকার, এসএপিপিও অংসাজাই মারমা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নুসিং মারমা, নুমং মারমা, নিলু তঞ্চঙ্গ্যা, মিনাক্ষèী তঞ্চঙ্গ্যা, মনিকা তঞ্চঙ্গ্যা, মাশৈসিং মারমা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, উন্নত জাতের আনারস এ অঞ্চলে একেবারেরই নতুন বলা যায়। তবে পাহাড়ের মাটি ও আবহাওয়া আনারস চাষের জন্য খুবই উপযোগী। তাই আশা করা যায় সঠিক পরিচর্যা করলে ফলনও ভালো হবে’।