কাপ্তাইয়ে ৪১ বিজিবি কর্তৃক ১২৩ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

11

॥ কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই ॥
কাপ্তাইয়ে অবস্থিত ৪১ বিজিবি ওয়াগ্গাছড়া জোন কর্তৃক স্থানীয় ১২৩ দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ৪১ বিজিবি ওয়াগ্গাছড়া জোনের অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী দরিদ্র ১২৩ পরিবারের নারী পুরুষের হাতে ত্রাণ সামগ্রী হিসেবে চাল, ডাল, আটা, লবন ইত্যাদি তুলে দেন। সাম্প্রতিক লাগাতার ভারী বর্ষণে ক্ষতিগ্রস্থ এবং আসন্ন পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে কাপ্তাই উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারি অসহায় পাহাড়ি বাঙ্গালী দরিদ্র জনগণের মাঝে উল্লেখিত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় বলে বিজিবি সুত্রে জানা গেছে।
জানা গেছে ৪১ বিজিবির উদ্যোগে সবসময় দরিদ্র ও অসহায় নারী পুরুষকে বিভিন্নভাবে সহযোগিতা প্রদান করা হয়ে থাকে। বিজিবি কর্তৃক সহযোগিতা পেয়ে অনেকে চিকিৎসা করিয়েছেন। অনেকে ঘরবাড়ি সংস্কার করেছেন। কেউ কেউ বিজিবির সহযোগিতায় মেয়ের বিবাহ দিয়েছেন। অনেকে বিজিবি কর্তৃক প্রদত্ব সেলাই মেমিন ব্যবহার করে পরিবারের সকলের যাবতীয় কাপড় সেলাই করে খরচ সাশ্রয় করতে সক্ষম হয়েছেন। অনেকে আবার বাহিরের মানুষের কাপড় সেলাই করে বাড়তি আয় করার সুযোগ পেয়েছেন।
জানা গেছে ৪১ বিজিবির পক্ষ থেকে অসহায় জনগণকে সব সময় বিভিন্নভাবে সহায়তা প্রদান করা হয়ে থাকে। দরিদ্র জনগণের কল্যাণে বিজিবির পক্ষ থেকে ভবিষ্যতেও অনুরুপ সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে বলে ওয়া¹াছড়া জোন কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী জানান।