॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়িতে টানা বর্ষণে রবিবার ভোরে ধুমনীঘাট এলাকায় পাহাড় ধসে মহালছড়ির সাথে জালিয়াপাড় ও খাগড়াছড়ি সদরে রাজশাহী টিলা এলাকায় পাহাড় ধসে পড়ায় খাগড়াছড়ির সাথে ভুয়াছড়ির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। খাগড়াছড়ির সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়ের নেতৃত্বে একটি টিম জেলা সদরের সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস কর্মীরা সড়ক সচল করতে কাজ করছে। বিষয়টি নিশ্চিত করেছেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।
এদিকে টানা ভারী বর্ষণ অব্যাহত থাকায় খাগড়াছড়ির বিভিন্ন স্থানে পাহাড় ধস দেখা দিয়েছে। সকাল থেকে জেলা প্রশাসনের উদ্যোগে শালবনসহ শহরের বিভিন্ন স্থানে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে শুরু করে প্রশাসন।
প্রসঙ্গত, খাগড়াছড়ি জেলায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিতে রয়েছে প্রায় সহস্রাধিক পরিবার। বর্ষা মৌসুম আসায় পাহাড়ে বসবাসকারী এ সব পরিবারের মাঝে দেখা দিয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা।