বিজিবির জব্দকৃত বার্মিজ গরু ছিনিয়ে নিতে হামলায় বিজিবির ৩ সদস্যসহ আহত-৪

17

॥ শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাচালান প্রতিরোধ করতে গিয়ে বিজিবির সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে একদল সংঘবদ্ধ চোরাকারবারি।
শনিবার (১ জুন) রাত সাড়ে ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ সালামী পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১১ বিজিবির একটি টহল দল সীমান্ত এলাকা থেকে চোরাকারবারিদের নিয়ে আসা বার্মিজ গরু জব্দ করলে একদল চোরাকারবারি সংঘবদ্ধ হয়ে বিজিবির ওপর হামলার চেষ্টা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে বিজিবি সদস্যদের ঘেরাও করে গরুগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। আত্মরক্ষার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা লাঠিচার্জ করলে এক চোরাকারবারি আহত হন। আহত আকতার হোসেন দক্ষিণ সালামী পাড়ার বাসিন্দা আছাদ আলীর ছেলে।
তাকে প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয় বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।
১১ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এম এম কফিল উদ্দিন কায়েস বলেন, আমাদের সদস্যরা সীমান্তে গরু চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান চালাচ্ছেন। শনিবার রাতে সংঘবদ্ধ একদল চোরাকারবারি বিজিবির টহল দলের ওপর হামলা চালালে আত্মরক্ষার্থে সদস্যরা লাঠিচার্জ এবং এক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময়ে চোরাকারবারিদে হামলায় বিজিবির ৩সদস্য গুরুতর আহত হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক বলেন, ঘটনার প্রেক্ষিতে ১১ বিজিবি সদস্যদের পক্ষ থেকে ‘বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪’-এর ২৫(বি)/২৫(ডি) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।