থানচিতে ৬ হাজার ১৬১ পরিবার পেল পবিত্র ঈদ-উল-আযহারের বিনামূল্যে ভিজিএফ চাল

12

॥ থানচি প্রতিনিধি ॥
বান্দরবানের থানচি উপজেলার আসন্ন পবিত্র ঈদ-উল-আযহার উপলক্ষ্যে ৪টি ইউনিয়নের ৬ হাজার ১ শত ৬১ পরিবারকে বিনামূল্যের ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করলো উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল।
বুধবার (২৮ মে) সকালের উপজেলা সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনের অসহায় গরীব ও হতদরিদ্র পরিবারের মাঝে এ সব চাল বিতরনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানের ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল বলেন, প্রান্তিক জনগোষ্ঠী প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও দুঃস্থ পরিবার কেউ বঞ্চিত না হয়, আসন্ন ঈদ-উল-আযহার কেন্দ্র করে বিশেষ বরাদ্দের চাউলের প্রচুর পরিমান পুষ্টি রয়েছে, বিশ্ব খাদ্য সংস্থা মাধ্যমের নিরিক্ষিত। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সুষম বণ্টনের মাধ্যমে চাল বিতরণে নির্দেশনা দেন, যাতে প্রকৃত উপকারভোগীরা এ সহায়তা পান।
দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়, অধিদপ্তর ও প্রশাসনের যৌথ ব্যবস্থাপনার চার ইউনিয়নের ৬,১৬১ জন দুস্থদের মাঝে মাথা পিছু ১০কেজি করে আসন্ন ঈদ-উল-আযহার উপলক্ষ্যে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম চলতি মাসের ৩০মে পর্যন্ত চলমান প্রক্রিয়া বলবৎ থাকিবে।
তার মধ্যে থানচি সদর ইউনিয়নের ২০৩৪ পরিবার, রেমাক্রী ইউনিয়নের ১৬৮৫ পরিবার, তিন্দু ইউনিয়নের ১০৯৮ পরিবার, বলিপাড়া ইউনিয়নের ১৩৪৪ পরিবারের মাঝে সর্বমোট ৬১.৬১০ মে: টন চাল বারাদ্ধ পেয়েছে।
থানচি সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনের চাউল বিতরনের সময় সদর ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্রো, প্রশাসনিক কর্মকর্তা কর্তৃক নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসার ও সমাজ সেবা কার্যালয়ের সুপারভাইজার মো: আমির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারী মো: সরিফুল রহমান, নারী মেম্বার নুচিংপ্রু মারমা,হ্লাহ্লায়ি মারমা, রিংকো ম্রো, প্যানেল চেয়ারম্যান হ্লাচিংমং মারমাসহ গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।