॥ কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই ॥
বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এর উদ্যোগে কাপ্তাই উপজেলায় গুরুত্বপুর্ন অবহিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আশিকা তৃণমূল উন্নয়ন (রাঙ্গামাটি) প্রকল্প বাস্তবায়নে, জিএফএ কনসাল্টিং গ্র“প জিএমবিএইচ এর কারিগরি সহযোগিায় এবং সিভিক এনগেইজমেন্ট ফান্ড, সুইস এজেন্সি ফর ডেভলেপমেন্ট এন্ড কো-অপারেশনের অর্থায়নে আয়োজিত এই অবহিতকরন সভা কাপ্তাই উপজেলা মিলনায়তন ‘কিন্নরি’তে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন। সভার শুরুতে প্রতিবেদন উপস্থাপন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন আশিকার প্রজেক্ট ম্যানেজার বিপ্লব চাকমা। আশিকার মনিটরিং অফিসার রত্ন জ্যোতি চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা এবং কাপ্তাই উপজেলা হেডম্যান সমিতির সভাপতি থোয়াই অং মারমা।
সভায় বক্তব্য রাখেন, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ এরশাদ, ১০০ নং ওয়া¹া মৌজার হেডম্যান অরুন তালুকদার, উপজেলা এনজিও সমন্বয়কারী বিজয় মারমা এবং রূপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক কাজী মোশাররফ হোসেন। প্রকল্প পরিচিতি উপস্থাপন করেন আশিকার অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার দীধিতি চাকমা। সহযোগিতায় ছিলেন সুমেধ চাকমা।
সভার শুরুতে বিপ্লব চাকমা বলেন, আশিকা ডেভলেপমেন্ট এসোসিয়েটস প্রজেক্টের মাধ্যমে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা, রাইখালী, চিৎমরম, কাপ্তাই এবং ওয়াগগা ইউনিয়নে সিএসও, সিবিও এবং সিসিএমদের নিয়ে সহযোগিতা ও অংশীদারিত্ব বিষয়ক নেটওয়ার্ক প্রতিষ্ঠা করা, লিঙ্গভিত্তিক সহিংসতা, মানব পাচার, বাল্যবিবাহ, মাসিক স্বাস্থ্য সেবা, মানব সম্পদ ও আর্থিক ব্যবস্থাপনা, যৌন হয়রানি বিরোধী বিষয়ের উপর আশিকা ২০২৪ সালের ডিসেম্বর মাস থেকে কাজ করে যাচ্ছে। ২০২৭ সালের ১৪ জুন পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
প্রধান অতিতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন বলেন, কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নে আশিকা উন্নয়ন কার্যক্রম, জনহিতকর এবং সচেতনতা মূলক যে কার্যক্রম গ্রহণ করেছে তা যথাযথভাবে সম্পন্ন করতে পারলে সর্বস্তরের মানুষ উপকৃত হবে। তিনি জনল্যাণ মূলক কাজ সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য গুরুত্বের সাথে কাজ করার জন্য আশিকা কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।