॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
রবিবার (২৫ মে) বেলা ১২টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো: রুহুল আমিন, জেলা সমাজ সেবার উপ-পরিচালক মো: ওমর ফারুক, যুব উন্নয়ন কর্মকর্তা মো: শাহজাহানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আহত ৭ জনকে এক লক্ষ টাকা করে মোট ৭ লক্ষ টাকার অনুদানের চেক প্রদান করা হয়।
চেক বিতরণ শেষে জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের মাঝে সরকারী স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়।