॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
বাংলাদেশের প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (ফেইজ-২) এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ মে) সকালে বান্দরবান সদর উপজেলা পরিষদের হলরুমে জেলা সমাজসেবা কার্যালয় এর আয়োজনে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, সমাজে যাদের বিশেষ প্রয়োজন সেই প্রান্তিক জনগোষ্ঠী কামার, কুমার, নাপিতসহ বিভিন্ন বাঁশ ও বেত পণ্য এবং কাঁসা ও পিতলপণ্য প্রস্তুতকারীরাসহ ১০টি প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠী আধুনিকতার নির্মম স্পর্শে হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। আর এই শিল্পের সাথে জড়িত ব্যক্তিরা আজ অসহায় ও নিঃস্ব হয়ে পড়ছে। এই সময় তিনি আরো বলেন, যুগের সাথে তাল মিলিয়ে এই প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও তাদের শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারিভাবে বিভিন্ন প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা করা হচ্ছে এবং আগামীতেও তা অব্যাহত থাকবে।
এসময় সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, বান্দরবান জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মিলটন মুহুরী, বিভাগীয় সমাজসেবা কার্যালয় চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক মুহাম্মদ আবুল কাশেম, বান্দরবান জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো.হারুনর রশীদ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুপন চাকমা, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সত্যজিৎ মজুমদার সহ সরকারী বেসরকারী বিভিন্ন দফতরের উর্ধতন কর্মকর্তা, প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।