৫ দফা দাবীতে কাপ্তাইয়ে বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

3

॥ ঝুলন দত্ত, কাপ্তাই ॥
জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন রাঙ্গামাটির কাপ্তাই শাখার আয়োজনে ৫ দফা দাবীতে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বিভিন্ন দাবী আদায়ে বুধবার (২১ মে) সকাল ১০টা হতে বেলা ১২টা পযন্ত কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কাপ্তাই শাখার সভাপতি মো. বেলাল হোসেন এর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক কাজী আব্দুল হান্নান এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বেলায়েত হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোর্শেদ আলম, সহ -সভাপতি কবিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাহাবুব রহমান ও আবদুর রহিম, যুব কমিটির সিনিয়র সহ-সভাপতি দিদার হোসেন ভুইয়া, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম, যুব বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম।
বিক্ষোভ সমাবেশে কেন্দ্রীয় কর্মসূচীর ৫ দফা দাবী গুলো উপস্থাপন করে বক্তারা বলেন, ঈদুল আযহার পূর্বে এপিএ বোনাস এবং অপেক্ষমান ওটিএ বিল পরিশোধ করতে হবে, ছুটি নগদায়ন পূর্বের ন্যায় চালু করতে হবে। ফ্যসিবাদের দোসর দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। ২০ মার্চ ২০২৫ইং বিদ্যুৎ ভবনে অত্র সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা ও মিথ্যা মামলাকারী বিদ্যুৎ শ্রমিকলীগ ও বহিরাগত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।