॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকালে পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
চেয়ারম্যান বলেন, এলাকার উন্নয়নমূলক প্রকল্প কর্মকান্ডে সকলের সদিচ্ছা ও সহযোগিতা নিয়ে কাজ করলে সকল বিভাগের কর্মসুচী সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। এ এলাকায় যে প্রতিবন্ধকতা আছে তা সমযোতার মাধ্যমে কাটিয়ে উঠে সরকারের প্রত্যাশিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সম্ভব হবে। জেলা পরিষদ এবং হস্তান্তরিত বিভাগের কর্মসুচী একসাথে নিবিড়ভাবে আগ্রহ নিয়ে বাস্তবায়নে এগিয়ে আসার আহবান জানান।
পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মো: রিজাউল করিম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্দ যথাক্রমে সদস্য দেব প্রসাদ দেওয়ান, সদস্য প্রতুল চন্দ্র দেওয়ান, সদস্য বরুন বিকাশ দেওয়ান, সদস্য দয়াল দাশ, সদস্য ড্যানিয়েল লাল মুয়ান সাং পাংখোয়া, সদস্য ক্যওসিংমং মারমা, সদস্য বৈশালী চাকমা, সদস্য নাইউ প্রু মারমা, সদস্য সাগরিকা রোয়াজা, সদস্য মো: হাবিব আজম, সদস্য লুৎফুন্নেসা বেগম, সদস্য মিনহাজ মুরশীদ, নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান, নির্বাহী প্রকৌশলী এজেএম এরশাদুল হক মন্ডল, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা রবি বড়ুয়া ও প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা উপস্থিত ছিলেন।
হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ স্ব-স্ব প্রতিষ্ঠানের কাজের অগ্রগতি তুলে ধরেন।