রাঙ্গামাটি সড়কের শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক বিভাগ ও বিআরটিএ জোড়ালো ভুমিকা রাখতে হবে-মোহাম্মদ হাবিব উল্লাহ

11

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি সড়কের শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক বিভাগ ও বিআরটিএ কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।
মঙ্গলবার (২০ মে) সকালে রাঙ্গামাটি জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় রাঙ্গামাটি জেলা প্রশাসক সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় অন্যান্যের মধ্যে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট পাঠান মোঃ সাইদুজ্জামান, রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ নুয়েন খীসা, রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় রাঙ্গামাটি জেলার সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা করা হয়।
আইন শৃঙ্খলা কমিটির সভায় রাঙ্গামাটি জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।