খাগড়াছড়িতে কোরবানীর পশুর চামড়া সংগ্রহ ও সংরক্ষণে সভা

16

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে কোরবানীর পশুর চামড়া যথাযথ ভাবে সংগ্রহ ও সংরক্ষণ নিশ্চিত করতে খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
সভায় বক্তারা বলেন, কোরবানীর পশুর চামড়া ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও পরিকল্পনা নিশ্চিত করা জরুরি। যেন চামড়া নষ্ট না হয় এবং এর মাধ্যমে দেশের চামড়া শিল্প উপকৃত হয়। বক্তারা আরও জানান, স্থানীয় ব্যবসায়ীদের সাথে সমন্বয় করে যথাযথ সংরক্ষণ ও পরিবহনের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী বেগম, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, চামড়া ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় চামড়া সংগ্রহ, সংরক্ষণ, লবণ মিশ্রণ, পরিবহন এবং ভ্রাম্যমাণ টিম গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রশাসন আশাবাদী যে, সঠিক সমন্বয় ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এবছর কোরবানীর পশুর চামড়া সংরক্ষণ নিশ্চিত করতে পারবো।