॥ নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যক্রম পরিচালনাসহ তাদের কার্যক্রম নিয়ে রাঙ্গামাটিতে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভা শুধু সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ নয়, বরং এটি ছিল পার্বত্য অঞ্চলের রাজনৈতিক বাস্তবতা, বৈষম্য, উন্নয়ন, সম্প্রীতি, এবং জাতীয় নাগরিক পার্টির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এক গঠনমূলক ও বিশ্লেষণধর্মী আলাপচারিতার ক্ষেত্র জানিয়েছে তারা।
বৃহস্পতিবার (১৫ মে) সকালে জেলা এনসিপি রাঙ্গামাটির উদ্যোগে স্থানীয় রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক ও দক্ষিনাঞ্চলের দায়িত্ব প্রাপ্ত মুখ্য সংগঠক ইমন ছৈয়দ।
বিশেষ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সরওয়ার আলম ও কলিন চাকমা (সংগঠক, শ্রমিক উইং), এবং সার্চ কমিটির সদস্যগণ যথাক্রমে মোঃ ইমাম হোছাইন ইমু, বিপিন চাকমা, জাকির হোসেন চৌধুরী, উজ্জ্বল চাকমা, শহীদুল ইসলাম, প্রিয় চাকমা, মোঃ শাকিল এবং সায়েদা ইসলাম সাদিয়াসহ আরও অনেক সক্রিয় রাজনৈতিক কর্মী এবং স্থানীয় নেতৃত্ববৃন্দরা।
সভার সূচনায় ইমন সৈয়দ বলেন, একটি সৎ, সাহসী ও দায়িত্বশীল গণমাধ্যম ছাড়া কোনো গণতান্ত্রিক রাষ্ট্র প্রকৃত অর্থে স্থিতিশীল হতে পারে না। সাংবাদিকগণ শুধু সংবাদ পরিবেশকের ভূমিকায় নন, তারা সমাজ বদলের অন্যতম চালিকাশক্তি। তাঁদের কলম যেমন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ তোলে, তেমনি সত্য এবং ন্যায়কে তুলে ধরেও সমাজকে পথ দেখায়। তিনি সাংবাদিকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান, যাঁরা সময় নিয়ে এই বিশেষ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন।
সভায় জানানো হয়, পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি বিবেচনা করে সকল সম্প্রদায়ের সহাবস্থানের উপর গুরুত্ব দিয়ে পাহাড়ে এনসিপির কমিটি গঠন করা হবে এবং এই অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তি শক্ত করতে এনসিপি ভবিষ্যতে কাজ করবে বলে জানান।
নেতৃবৃন্দরা জানান, এই কমিটি আগামী ২০ দিনের মধ্যে রাঙ্গামাটিতে একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করবে। সার্চ কমিটির সদস্যরা স্থানীয়ভাবে তৃণমূল পর্যায়ে নেতৃত্ব খোঁজে বের করবেন এবং নীতি, আদর্শ ও কার্যক্ষমতা বিবেচনায় নিয়ে সংগঠনের ভবিষ্যৎ রূপদানের জন্য একটি শক্তিশালী কাঠামো গড়ে তুলবেন।