॥ কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই ॥
অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রনালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা এবং কাপ্তাই উপজেলার প্রাক্তন ইউএনও আলী ইমাম মজুমদার শনিবার (১০ মে) রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা সফর করবেন। এসময় তিনি খাদ্য মজুদ ও পরিস্থিতি বিষয়ে কাপ্তাই উপজেলায় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করবেন।
কাপ্তাই প্রজেক্টে অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সম্মেলন কক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ হাবিব উল্লাহ।
এদিকে কাপ্তাই উপজেলায় বিভিন্ন সময় কর্মরত প্রাক্তন সকল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজ শনিবার কাপ্তাইয়ে আসবেন বলে জানিয়েছেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন।
তিনি বলেন, ১৯৮৩ সালে কাপ্তাই উপজেলার কার্যক্রম শুরু হবার পর থেকে এ পর্যন্ত ২৮ জন ইউএনও কাপ্তাইয়ে দায়িত্ব পালন করেছেন। তাদের মধ্যে আলী ইমাম মজুমদার ১৯৮৪ সাল থেকে ১৯৮৮ সালের ১৫ মার্চ মাস পর্যন্ত ইউএনও হিসেবে কাপ্তাই উপজেলায় দায়িত্ব পালন করেছেন। আজ কাপ্তাই উপজেলার প্রাক্তন ইউএনওদের মিলনমেলা অনুষ্ঠিত হবে কাপ্তাইয়ে। এই অনুষ্ঠানে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করবেন উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
জানা গেছে, ১৯৮৩ সালের ৭ নভেম্বর। কাপ্তাই উপজেলা পরিষদ গঠিত হয়। ৮৩ সালের ৭ নভেম্বর তৎকালীন উপপ্রধান সামরিক আইন প্রশাসক এবং জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রী এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ কাপ্তাই উপজেলা উদ্বোধন করেছিলেন। এই উপজেলার প্রথম ইউএনও ছিলেন সৈয়দ শামসুদ্দীন আহমদ তিবরিজী। তবে তিনি ১৯৮৪ সালের ১৩ মে রাঙ্গামাটি জেলা প্রশাসকের মাসিক সমন্বয় সভায় যোগ দিতে যাবার সময় রানীরহাট নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছিলেন। তাঁর স্মৃতি রক্ষার্থে কাপ্তাই উপজেলায় ‘তিবরিজী স্মৃতি সংঘ’ নামক একটি সংগঠন রয়েছে। সৈয়দ শামসুদ্দীন আহমদ তিবরিজীর সুযোগ্য কন্যা ইয়াছমিন পারভীন তিবরিজী বর্তমানে বাংলাদেশ চা বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বান্দরবানের জেলা প্রশাসক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছিলেন।