কাপ্তাইয়ের নতুন এসি ল্যান্ড নেলী রুদ্র

21

॥ ঝুলন দত্ত, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসাবে দায়িত্ব গ্রহন করেছেন বিসিএস (প্রশাসন) ৩৮ ব্যাচের কর্মকর্তা নেলী রুদ্র।
রবিবার (৪ মে) সকালে তিনি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে দায়িত্ব গ্রহন করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।
এর আগে তিনি রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসাবে কর্মরত ছিলেন। কাপ্তাইয়ের নতুন এসি ল্যান্ড নেলী রুদ্রের বাড়ি চট্টগ্রাম জেলার বাঁশখালি উপজেলার জলদি গ্রামে।