ঈদে এতিম শিশুদের সাথে আনন্দ ভাগ করে নিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক

21

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি জেলায় এতিম শিশুদের সাথে পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৫-এর আনন্দ ভাগ করে নিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ)।
সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদ-উল-ফিতরের দিন সকাল ৯টায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ) ঈদের নামাজ আদায় করেই স্বপরিবারে চলে যান রাঙ্গামাটি সরকারি শিশু পরিবারে। এসময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সরকারি শিশু পরিবারে পৌঁছে তিনি সেখানে বসবাসরত ১৭০ জন এতিম ও অসহায় শিশুদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক। পরে ঈদুল ফিতর উপলক্ষে ডিসি বাংলোতে তৈরি উন্নতমানের বিশেষ খাবার সকল শিশুদের মাঝে পরিবেশন করা হয়। জেলা প্রশাসকের উষ্ণ আতিথেয়তায় সকল শিশুইকেই আবেগাপ্লুত হতে দেখা গেছে। এসময় তিনি শিশুদের লেখাপড়ার খোঁজখবর এবং শিশুদের প্রতি যথাযথভাবে খেয়াল রাখতে তিনি সংশ্লিষ্টদেরকে দিকনির্দেশনা দেন। এর আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিশু পরিবারের সকল এতিম ও অসহায় শিশুদের মাঝে তিনি ঈদের সেলামী উপহার দেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরান হোসেন ভুইয়া, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ ইয়াসিন খন্দকার, নেজারত ডেপুটি কমিশনার শিব সংকর বসাক, রাঙ্গামাটি সরকারি শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।