॥ নিজস্ব প্রতিবেদক ॥
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রম (৭ম পর্যায়ে) প্রকল্পের জনবল রাজস্বকরণ ও আউটসোর্সিং বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার (২৩ মার্চ) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে মসজিদ ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রম (৭ম পর্যায়ে) প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক-কেয়ারটেকার ঐক্য পরিষদের আয়োজনে মানববন্ধনে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার ফিল্ড অফিসার মোঃ আলী আহসান ভুইয়ার সভাপতিত্বে বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা আশহাদুল ইসলাম, রিজার্ভ বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নঈম উদ্দিন, ওলামা দলের সভাপতি মাওলানা ইব্রাহিম, মঊশিক শিক্ষক সমিতির সভাপতি মাওলানা শামসুল আলম, ওলামা দলের সভাপতি মাওলানা ইব্রাহিমসহ জেলার বিভিন্ন মসজিদের খতিব ও ইমামগন।
মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন ৩২ বছর যাবৎ চলমান মসজিদভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রমে জনবলকে রাজ্বস্বখাতে স্থানান্তর, কর্মী -কেয়ারটেকারদের স্কেলভিত্তিক বেতন প্রদান ও শিক্ষকদের বেতন বৃদ্ধিসহ আউটসোর্সিং ব্যাতিরেকে প্রকল্পটি ঈদের পূর্বেই অনুমোদন পূর্বক বকেয়াসহ বেতন বোনাস প্রদানে আহবান জানিয়ে জেলা প্রশাসককে স্বারকলীপি প্রদান করা হয়।