॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়িতে আওয়ামী লীগের হামলায় নিহত যুবদল নেতা শামছুল হকের মরদেহ সাড়ে ১৫ বছরর পর আদালতের নির্দেশে উত্তোলন করা হয়েছে।
বুধবার (৫ মার্চ) বিকেলে জেলা সদরের কুমিল্লা টিলা এলাকার কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা।
নিহতের ছোট আবু হানিফের অভিযোগ, ২০০৯ সালে ২৫ জুলাই যুবদল শামছুল হক জেলার মাটিরাঙায় আওয়ামী লীগের হামলায় গুরুতর আহত হন। চট্টগ্রাম মেডিকেলে চিৎিসাধীন অবস্থায় ঐ বছরের ১৩ সেপ্টেম্বর মারা যান। কিন্তু আওয়ামী ও পুলিশের চাপে নিহতের ময়না তদন্ত করা হয়নি। পুলিশ মামলাও নেয়নি। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, ২০২৪ সালের ৫ আগষ্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আদালতে মামলা করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে মরদেহ উত্তোলন করে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
উল্লেখ্য, আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরে খাগড়াছড়িতে বিএনপির ১৯ নেতাকর্মী হত্যাকান্ডের শিকার হন বলে জানা গেছে।