॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙ্গামাটি রিজিয়ন কাপ্তাই উপজেলা ১০আর ই ব্যাটালিয়নের উদ্যোগে অসহায়, দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ইউনিটের দায়িত্বপূর্ণ এলাকায় ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ সোহেল পিএসসির তত্ত্বাবধানে এলাকার দুস্থ, অসহায়দের মাঝে পবিত্র রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। দুস্থ, অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন মেজর রিচার্ড মন্ডল।
১০আর ই ব্যাটালিয়নের পক্ষে হতে জানানো হয়, ১০ আর ই ব্যাটালিয়নের পক্ষ হতে ভবিষ্যতে এই ধরনের সাহায্য সহযোগিতা চলমান থাকবে। আমরা চাই এই পবিত্র রমজান মাসটি তারা যেন ভালোভাবে কাটাতে পারে।