পার্বত্য অঞ্চলে গ্রামীণ পর্যায়ে উন্নয়নে কোন ধরনের নয় ছয় যাতে না হয় সেদিকে দৃষ্টি রাখতে হবে-মোহাম্মদ হাবিব উল্লাহ

27

॥ নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য অঞ্চলে গ্রামীণ পর্যায়ে উন্নয়নে কোন ধরনের নয় ছয় যাতে না হয় সেদিকে দৃষ্টি রাখতে প্রকল্প সংশ্লিষ্টদের প্রতি আহবান করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।
মঙ্গলবার (৪ মার্চ) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা কর্ণধার কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সভার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার) মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আছমা সহ উপজেলা নির্বাহী অফিসার গন উপস্থিত ছিলেন।
সভায় বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তারা স্ব-স্ব উপজেলার বিভিন্ন প্রকল্পের কার্যক্রম সম্পর্কে তথ্য তুলে ধরেন।