রাঙ্গামাটি প্রতিনিধি – রাঙ্গামাটির নানিয়ারচরে ইউপিডিএফের কমান্ডার শুভ চাকমা গ্রীককে(৪০) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার সকালে নানিয়ারচর উপজেলার সাবেক্ষং ইউনিয়নের এগইজ্যাছড়ি গ্রামে শুভ চাকমাকে গুলি করে হত্যা করে বলে জানা গেছে। এসময় রমেশ চাকমা নামে আরো একজন গুলিবিদ্ধ হয়েছে।
নিহত শুভ চাকমা ইউপিডিএফের সহকারী পরিচালকের দায়িত্বে ছিলেন এবং গুলিবিদ্ধ রমেশ চাকমা সংগঠনের কর্মী বলে জানা গেছে।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কবির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরাও শুনেছি সকালের দিকে এগইজ্যাছড়ি গ্রামে দুর্বৃত্তের গুলিতে ১জন নিহত হয়েছে। পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলে রওনা হয়েছে। তবে কোন পক্ষে এই হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে তা কেউ বলতে পারছে না।
স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একটি পর একটি গ্রæগ এলাকায় অবস্থান নেয়। আজ সকালে ৭/৮ জনের একটি গ্রæপ নানিয়ারচর লংগদুর সীমান্তবর্তী এগইজ্যাছড়ি এলাকায় ঢুকে ইউপিডিএফ এর কমান্ডার শুভ চাকমা গ্রীককে গুলি করে পালিয়ে যায়।
এদিকে এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনী টহল জোরদার করা হয়েছে।