খাগড়াছড়িতে আইসিটি সেবা প্রদানকারী কোর্সের প্রশিক্ষণার্থীদের মাঝে ১০৫টি ল্যাপটপ বিতরণ

89

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়িতে হার পাওয়ার প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় আইসিটি সেবা প্রদানকারী কোর্সের প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করাহয়।
সোমবার (৩০ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি সদর উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় ল্যাপটপবিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আইসিটি অফিসার মোছা: মাহবুবা আক্তার, প্রোজেক্ট ম্যানেজার মো: মোস্তফা আল হুসাইন ও জেলা কোর্ডিনেটর মোঃ রাশেদুর রহমান।
উল্লেখ্য যে, নারীর ক্ষমতায়নের লক্ষ্যে নারীকে ডিজিটাল মার্কেটিং এ দক্ষ করে গড়ে তুলে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে ৮০ জন নারীকে ১৩২ দিন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার উদ্দেশ্য এই প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। খাগড়াছড়ি সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের হার পাওয়ার প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ প্রদান করছে আইসিটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র।
অনুষ্ঠানে আইসিটি সেবা প্রদানকারী কোর্সের ৮০ জন এবং ওমেন কল সেন্টারের ২৫ জনকে মোট ১০৫টি ল্যাপটপ প্রদান করা হয়।