পানছড়িতে সীবলী পূজা ও নব উত্তীর্ণ মহাথের ভিক্ষুদেরকে গভীর শ্রদ্ধা নিবেদনের মহতী পূণ্যানুষ্ঠান

41

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র বৌদ্ধ তীর্থ স্থান খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার পবিত্র তীর্থভূমি পানছড়ি শান্তিপুর অরণ্য কুটিরে প্রতি বছরের ন্যায় এ বছরও ২৪তম মহাথের সীবলী ভন্তের পূজা এবং নব উত্তীর্ণ মহাথের ভিক্ষুদেরকে পরম শ্রদ্ধার্ঘ্য নিবেদনের যথারীতি ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে মহতী পূণ্যানুষ্ঠান আয়োজন করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) সাড়ে আটটায় পানছড়ি শান্তিপুর অরণ্য কুটিরের বৃহত্তর দেশনালয়ে মহাথের সীবলী ভন্তের পূজা এবং নব উত্তীর্ণ মহাথের ভিক্ষুদেরকে পরম শ্রদ্ধার্ঘ্য অর্পণ করার মাধ্যমে বুদ্ধ মূর্তি দান, সঙ্ঘ দান, অষ্টপরিস্খার দানসহ নানাবিধ দানের অনুষ্ঠান সম্পাদন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান পুরোহিত্য করেন, পানছড়ি শান্তিপুর অরণ্য কুটির প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সুদক্ষ অধ্যক্ষ পরম মৈত্রেয় লাভী শ্রীমৎ শাসন রক্ষিত মহাথের। অনুষ্ঠানে আরও ধর্মীয় দেশনা প্রদান করেন, নব উত্তীর্ণ মহাথের ভিক্ষুদের মধ্য থেকে রত্ন গিরি অরণ্য কুটিরের অধ্যক্ষ শ্রীমৎ অজিত কীর্তি মহাথের।
নব উত্তীর্ণ মহাথের ভিক্ষুরা হচ্ছেন, পূজ্যষ্পদ শ্রীমৎ সাধনানন্দ মহাথের বনভন্তের অনুশাসনে ২০২৪ সালে মহাস্থবিরে উন্নীত হওয়া ভিক্ষুসঙ্ঘদের নাম দেয়া হলো। তাঁরা হলেন, শ্রীমৎ বিনয় জ্যোতি মহাস্থবির, শ্রীমৎ রত্নশ্রী মহাস্থবির, শ্রীমৎ অভ্র কীর্তি মহাস্থবির, শ্রীমৎ কৃপারত্ন মহাস্থবির, শ্রীমৎ ধ্যানমতি মহাস্থবির, শ্রীমৎ বিমল কীর্তি মহাস্থবির, শ্রীমৎ জ্ঞানালোক মহাস্থবির, শ্রীমৎ স্বাগত কীর্তি মহাস্থবির, শ্রীমৎ অমিতাভ মহাস্থবির, শ্রীমৎ বিদ্যানন্দ মহাস্থবির, শ্রীমৎ যবনাতিষ্য মহাস্থবির ও শ্রীমৎ অজিত কীর্তি মহাস্থবির। এসব মহাস্থবিরদেরকে পানছড়ি শান্তিপুর অরণ্য কুটির ও উন্নয়ন কমিটির পক্ষ থেকে পরম শ্রদ্ধার্ঘ্য নিবেদন এবং ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
পরে পানছড়ি শান্তিপুর অরণ্য কুটিরের অধ্যক্ষ পরম মৈত্রেয় লাভী শ্রীমৎ শাসন রক্ষিত মহাথের পূণ্যার্থীদের উদ্দেশ্যে নাতিদীর্ঘ ধর্ম দেশনা প্রদান করে মহতী পূণ্যানুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।